মায়ের মৃত্যুশোকে মাদকাসক্ত হয়ে পড়ছেন রোনালদিনহো!

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

 

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের অন্যতম রোনালদিনহো। গত বছরখানেক ধরে তার সময় খুব খারাপ যাচ্ছে। গত বছর ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গিয়ে আটক হয়ে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল। সেখান থেকে মুক্ত হলেও কিছুদিন আগেই তার মা দোনা মিগেলিনা পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমান। মায়ের এই মৃত্যুশোক এখনো ভুলতে পারছেন না ব্রাজিল মহাতারকা। বেপরোয়া জীবনযাপন করা রোনালদিনহো এখন মায়ের মৃত্যুশোকে কাতর। জড়িয়ে যাচ্ছেন নেশার জগতে!

রোনালদিনহোর এক বন্ধু ব্রাজিলিয়ান সংবাদপত্র ‘এক্সত্রা’কে এসব মারাত্মক তথ্য দিয়েছেন। মাত্রাতিরিক্ত মাদকাসক্তির কবলে রোনালদিনহো। সেই বন্ধুর বক্তব্য, ‘প্রতিদিনই সে কোনো না কোনো পার্টি করছে। সে প্রতি সকালে ভদকা, হুইস্কি, জিন খাওয়া শুরু করে, থামে একদম পরের দিন সকালে। এমন নয় যে, সে আগে থেকে মাদকাসক্ত ছিল না; কিন্তু ওর এই মাদকাসক্তি আরও বেড়েছে ওর মায়ের মৃত্যুর পর।’

রোনালদিনহোর উদ্দাম জীবনযাপনের কথা সবার জানা। খেলোয়াড়ী জীবনেও পার্টি আর মদ ছিল তার চিরসঙ্গী। বার্সেলোনা, এসি মিলানের হয়ে খেলার সময়েই নিয়মিত নিজের উদ্দাম জীবনযাপনের জন্য খবরের কাগজের শিরোনাম হতেন। তবে এখন প্রেক্ষাপট আলাদা। স্রেফ মাদক গ্রহণের জন্য প্রতিদিনই কোনো না কোনো ছুতায় পার্টির আয়োজন হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই রোনালদিনহোর চারপাশে এখন ‘দুধের মাছি’ ভিড় করছে। ফলে শারিরীক আর আর্থিক দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছেন রোনালদিনহো।

ব্রাজিল সুপারস্টারের সেই বন্ধু আরও বলেছেন, ‘রিও ডি জেনেইরো থেকে বেশ কিছু বন্ধু রোনালদিনহোর বাড়িতে গেছে। কারণ রোনালদিনহো একাকিত্বে ভুগছিল। তখন বার-বি-কিউ, পার্টি, নাচানাচি যা খুশি তাই করেছে। সে যেখানে থাকে, সেখানে তার প্রয়োজনের সবকিছুই আছে। আর সে যেহেতু অনেক বড় মনের মানুষ, সেহেতু অনেকেই তার কাছ থেকে সাহায্য-সহযোগিতা পায়। কিন্তু এসব করতে গিয়ে অনেক উটকো মানুষ জুটেছে। আমরা বুঝতে পারছি, ওরা রোনালদিনহোর অনেক ক্ষতি করে ফেলেছে!’