চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মের তাপদহ উপেক্ষা করে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা।

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে গ্রীষ্মের তাপদহ উপেক্ষা করে ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা।

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ঈদুল ফিতরের আর মাত্র ৪ থেকে ৫ দিন বাকি। আর শেষমুহুর্তে বিভিন্ন মার্কেট ও ফুটপাতে জমে উঠছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেখা গেছে ক্রেতাদের আনাগোনা।
সরেজমিনে জেলার পৌর মার্কেট, নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, পুরাতন বাজারসহ জেলার বিভিন্ন উপজেলার মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। মার্কেটের দোকানগুলোতে ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন রঙ ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। পছন্দ ও দরদামে মিলে গেলেই কিনে নিচ্ছেন ক্রেতারা।
বিক্রেতারা জানিয়েছেন, বিশ রমজান পর্যন্ত বেচাকেনা খুব একটা জমে না উঠলেও ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। তবে দেশে নিত্যপণ্যসহ সবকিছুর দাম বৃদ্ধির ফলে ক্রেতারা ঈদ বাজারে এসে একটু চিন্তা ভাবনা করেই কেনাকাটা করছেন।

অপরদিকে ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার সব ধরনের পোষাকের দাম অনেক বেশি। তাই নিজেদের জন্য কিছু না কিনলেও বাচ্চাদের জন্য বেশি দামে বাধ্য হয়েই ক্রয় করতে হচ্ছে।

নিউ মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসেন প্রভাষক মামুন অর রশিদ ও তার স্ত্রী। তিনি দৈনিক ভোরের আওয়াজকে বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি। ঈদের কেনাকাটা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। গত বছরের চেয়ে এবছর অনেক বেশি দামে কিনতে হচ্ছে সবকিছু। তিনি বলেন, মায়ের জন্য কাপড় কিনেছি। এখন বউ এর জন্য শাড়ী দেখছি।

এদিকে শিবগঞ্জ উপজেলার মনাকশা মির্জা সুপার মার্কেটে সুরাইয়া নামে আরেক ক্রেতা বলেন, ঈদের কেনাকাটা করতে এসেছি কিন্তু খুব অসুবিধা হচ্ছে।এক তো প্রচন্ড তাপদহ আবার মানুষের প্রচণ্ড ভিড়। অন্যদিকে অতিরিক্ত দাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতো জামা-কাপড়ও সমান তালে দাম বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের কেয়া বিপণি বিতান দোকানের কর্মচারী সানারুল বলেন, সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে। এবছর তরুণীরা সারারা, গারারা ও নাইরা পোষাকের দিকে বেশি ঝুঁকছে।