মানসিক স্বাস্থ্যেও ডেঙ্গুর প্রভাব

প্রকাশিত: ৩:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩

চলতি বছর দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকারি হিসাবে আট মাসে ডেঙ্গুজ্বর নিয়ে ১ লাখ ২১ হাজার ৫০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৭৬ জন। মশা নিধনে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তাও অপরিকল্পিত। ফলে এডিস মশার দাপট কমছে না। এমন বাস্তবতায় ডেঙ্গু সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। যার বিরূপ প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। ভুক্তভোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছয় দিন চিকিৎসাধীন ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা সীমান্ত সীমা (৩০)। পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু মানসিক সমস্যা এখনো কাটছে না। তার স্বামী আহমেদ হাসান জানান, সন্তানসম্ভবা স্ত্রীর ডেঙ্গু শনাক্ত হওয়ায় নিজের চেয়েও গর্ভের সন্তান নিয়ে বেশি চিন্তিত ছিলেন। অনেকেই বলেছেন, ডেঙ্গু আক্রান্ত গর্ভবতী নারীর পরিস্থিতি বেশি খারাপ হলে গর্ভের সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়ে। চিকিৎসকরাও এমন তথ্য দিয়েছিলেন। তাই ডেঙ্গু শনাক্তের পর থেকেই স্ত্রীসহ পরিবারের সবাই মানসিকভাবে খুবই উদ্বিগ্ন হয়ে যাই। কিছুদিন ধরে আমার স্ত্রীও মানসিক ট্রমায় ভোগছেন।