নকলায় দুস্থ ও দরিদ্রদের জন্য সেনাবাহিনীর ঈদ উপহার

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৩

নকলায় দুস্থ ও দরিদ্রদের জন্য সেনাবাহিনীর ঈদ উপহার

শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের নকলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে লেপট্যানেন্ট কর্ণেল ইমরান হাসান-এঁর নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ক্যাপ্টেন নাহিয়ান ও লেপট্যানেন্ট জোহায়ের।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও মোমেনশাহী স্টেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাসদস্যদের নিজেদের জন্য বরাদ্দকৃত রেশন হতে সমন্বয় করে সংগৃহীত এ খাদ্যসামগ্রীতে ছিল চাল, ডাল, তৈল, চিনি, আটা, আলু ও লবণসহ অন্যান্য সামগ্রী।

উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী জনহিতকর কাজের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।