গাজার ২০০ যোদ্ধাকে গ্রেপ্তারের দাবি ইসরায়েলের

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

ফিলিস্তিনের গাজা থেকে গত এক সপ্তাহে হামাস ও ইসলামিক জিহাদের দুই শ যোদ্ধাকে গ্রেপ্তারের দাবি করেছে ইসরায়েল। গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে।

ইসরায়েল দাবি করছে, গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে ৭০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেপ্তার করেছে তারা। তবে ইসরায়েলের করা এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আজ শনিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ একটি বিবৃতিতে দাবি করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২০০ যোদ্ধাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিবিসি বলছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দাদের করা এই দাবির সত্যতা তাদের পক্ষে যাচাই করা সম্ভব নয়। তবে এ মাসের শুরুতে তারা একটি ভিডিও চিত্রের সত্যতা যাচাই করেছিল। সেই ভিডিও চিত্রে গাজার উত্তরাঞ্চলে কয়েক ডজন ফিলিস্তিনিকে বন্দী দেখা যায়।

গত আড়াই মাসের বেশি সময়ে ইসরায়েলের হামলায় গাজায় ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত ও গুরুতর জখম হয়েছেন প্রায় ৭০ হাজার। নিখোঁজ কত, তার সঠিক হিসাব নেই।