লন্ডনে ফিলিস্তিনিদের ইসরাইলবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে শনিবার ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল করেছেন ফিলিস্তিনিরা।

নাকবা বা ইসরাইলের দখল করা ভূমি ফিরে পাওয়ার আন্দোলনের ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে লন্ডনে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভকারীরা দখলদার ইসরাইলকে সমর্থন দেওয়া বন্ধ করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান। খবর আনাদোলুর।

১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূমিদখল করে অবৈধ রাষ্ট্র ইসরাইল জন্মলাভ করার পর থেকে প্রতিবছরের ১৫ মে ফিলিস্তিনিরা এ নাকবা দিবস পালন করে আসছেন।

কয়েক হাজার ফিলিস্তিনি লন্ডনে বিবিসির সদর দপ্তর এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অবস্থিত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে পরে বিক্ষোভ সমাবেশ করেছে।

ব্রিটিশ-প্যালেস্টাইনি ফোরাম, ফ্রেন্ডস অব আল-আকসা, দ্য প্যালেস্টাইনি সলিডারিটি ক্যাম্পেইন এবং দ্য মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।